Sunday, June 17, 2012

How To Make Bootable Pendrive For Windows Setup By Command Prompt (Very Easy) !!!


যারা কম্পিউটারে উইন্ডোজ ব্যাবহার করেন, Virus বা অন্য কোন সমস্যার কারনে নতুন করে উইন্ডোজ বা সেটআপ দেওয়ার অভিজ্ঞতা নিশ্চয় হয়েছে। তবে অনেক সময় কম্পিউটার এর ডিভিডি রম নষ্ট, অথবা নেটবুক গুলোতে ডিভিডি রম না থাকায় সেটআপ দেওয়া বেশ ঝক্কির ব্যাপার হয়। তবে আপনার কাছে যদি থাকে একটি 8 GB Pendrive আর সেটআপ ফাইল গুলো তাহলে আর কোন চিন্তাই নেই। নিচের ধাপগুলো অনুসরণ করুন, আর Pendrive দিয়েই দিন সেটআপ, ডিভিডি থেকে আর দ্রুত।


প্রথমে আপনার কম্পিউটার এর RUN এ ঢুকে cmd লিখে Enter চাপুন। এরপর নিচের Command গুলো পর্যায়ক্রমে লিখুন-
DISKPART  লিখে Enter চাপুন
LIST DISK  লিখে Enter চাপুন। দেখবেন আপনার কম্পিউটার এর Hard Drive গুলো Show করছে
SELECT DISK 1  লিখে Enter চাপুন (Pendrive যদি DISK 1 হয়)
CLEAN  লিখে Enter চাপুন
CREATE PARTITION PRIMARY  লিখে Enter চাপুন
SELECT PARTITION 1  লিখে Enter চাপুন
ACTIVE  লিখে Enter চাপুন
FORMAT FS=FAT32  লিখে Enter চাপুন(১০০% পর্যন্ত হবে), তারপর
ASSIGN  লিখে Enter চাপুন
EXIT  লিখে Enter চেপে বের হয়ে আসুন।


এর পর আপনি আপনার বা আপনার বন্ধুর সংগ্রহে থাকা ডিভিডি বা Hard Drive এ থাকা সেটআপ ফাইলগুলো Pendrive এ কপি করুন। ব্যাস প্রস্তুত Pendrive সেটআপ দেওয়ার জন্য।
এখন পিসি পুনরায় চালু করার সময় ডিভিডি থেকে যেভাবে সেটআপ দেন,সেখানে Pendrive Select করে একই ভাবে সেটআপ দিন আরও দ্রুত।

3 comments:

  1. This is a very good post . Thank you very much for your kind post. please add more post which is exceptional for all. Again thanx.

    komol sin

    ReplyDelete
  2. Visitanos en: www.roms-hunters.blogspot.com

    Visitanos en: www.roms-hunters.blogspot.com

    ReplyDelete

Technology Blog