Wednesday, May 23, 2012

Burnaware_free v4.9 Powerfull But Light To Burn & Write


সুবিধা-
তথ্য সংরক্ষণ,ফিল্ম/অডিও আথবা Operating System Bootable করার জন্য আমাদের মাঝে মধ্যেই সিডি,ডিভিডি রাইট বা Burn করতে হয় । পূর্বে আমি এই কাজের জন্য Nero Burner ব্যাবহার করেছি। কিন্তু এটি ইন্সটল এর পর হার্ডডিস্কে অনেক জায়গা দখল করে,আর রান করতেও অনেক চাপ ফেলে প্রসেসর এ। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট কিন্তু দারুন শক্তিশালী একটি Burner।




ইন্সটল দেওয়ার পর রান করুন। এরপর আপনি যে ধরনের বার্ন করতে চান,

 লিস্ট থেকে সেটি সিলেক্ট করুন, যেমন Operating System Bootable করার জন্য Boot Disk,অডিও সিডি,Video-DVD Write সিলেক্ট করে আপনার ফাইল গুলো Browse করে দেখিয়ে দিন। এর পর আপনার ডিস্ক টি ঢুকান আর নিচে থাকা Burn Button এ ক্লিক করুন। Burn হয়ে গেলে ডিস্কটি আপনাআপনি বেরিয়া আসবে,অর্থাৎ আপনার বার্ন টি সম্পন্ন হয়েছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Technology Blog