Computer ব্যবহার করেন অথচ Virus এর সমস্যায় পরেননি এরকম Computer ব্যবহারকারী সারা পৃথিবী খুঁজলেও পাবেন না এমনকি যদি আপনি এজন্য চশমা/মাইক্রোস্কোপ/টেলিস্কোপ এরও সাহায্য নেন। আপনি কি জানেন প্রতি দিন প্রায় ১ লক্ষ নতুন Virus এর আগমন হয় আর ২ লাখেরও বেশী Computer Virus দ্বারা আক্রান্ত হয়। এই সুযোগটাকেই কাজে লাগিয়ে হাজারেরও বেশী Antivirus নির্মাতা প্রতিষ্ঠান বাজারে সক্রিয় আছে। কিন্তু আপনি কয়টা Antivirus এর নাম জানেন।হাতে গোনা কয়েকটি। আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো Avast internet Security 7 এর সাথে।আপনারা অনেকেই Avast সম্পর্কে অনেক কিছুই জানেন কিন্তু Avast internet Security 7 হল এক অনন্য সৃষ্টি যার সম্পর্কে আমরা অনেক কিছুই জানিনা।আপনাদেরকে Avast internet Security 7 সম্পর্কে বিস্তারিত জানানোর জন্যই আজ আমার এই পোস্টটি করা।
কি আছে Avast internet Security 7 এ?
অত্যন্ত শক্তিশালী Scanning ক্ষমতা।সার্বক্ষণিক ফাইল Protection system.
অত্যন্ত দ্রুত গতির Update ব্যবস্থা।
higher speed Game Mode।
Highly Powerful firewall.
অত্যন্ত শক্তিশালী P2P security network.
খুবই সুন্দর এবং user fridndly interface.
Mode for malicious files
Real Time sheld.
Auto sand box.
Safe zone.
Browser protection.
Site blocking system.
Boot time scan
0 মন্তব্য(সমূহ):
Post a Comment