Saturday, May 19, 2012

E-set Internet Security 5 Full Free Download

আপনি কি জানেন বর্তমানে বাজারে যে সব Anti virus রয়েছে তাদের মধ্যে প্রথম সারির  Anti virus হল E-set। আপনি যদি বলেন প্রথম সারির  Anti virus কোন গুলো। তাহলে অনায়াসে বলে দেয়া যায়ঃ- Kespersky, Avast, Norton, Avira, Avg, E-set. E-set কে শেষে লিখার কারন হল আমরা অনেকেই এই Anti virus টির সাথে পরিচিত নই। কিন্তু আপনি কি জানেন এই Anti virus টি ব্যবহার করলে আপনি বুজতেই পারবেনা যে আপনার computer এ কোন Anti virus আছে। এটি বলার কারন এই নয় যে এটি কোন কাজের নয়। এটি বলার উদ্দেশ্য হল এটি আপনার computer কে একদমই Slow করে না। যারা Kespersky use করেছেন তারা জানেন যে Kespersky Computer এ Intall করলে Computer কি পরিমান Slow হয়ে যায়। তাই আপনাদেরকে Anti virus ব্যবহারের ফলে Computer Slow হয়ে যাওয়ার হাত থেকে মুক্তি দিতেই আমার এই পোস্টটি করা।
চলুন জেনেনেই আপনি কিভাবে এই Unique Anti virus টি কে Full Version করতে হয়।


Step 1:- Install করার পর এটি Open করুন এবং key bord এর F5 button টি চাপুন। নতুন একটি Window Open হবে এই রকম।





                                       
Step 2:- এবার আপনাকে ৪ টি টিক চিহ্ন ওঠাতে হবে। Screen sort গুলো ভাল করে লক্ষ করুন।


   
Step 3:-Computer টি Restart দিন।
Step 4:- Fix it file টি Extract করুন এবং ওপেন করন।
                        
Step 5:-  এবার Unfix it এ ক্লিক করুন।

Step 6:- এবার নতুন Window Open হলে Remove Trail version এর টিক চিহ্ন উঠিয়ে দিন এবং Fix it এ ক্লিক করুন।

Step 10:- এখন আগের মত Eset open করে যে টিক চিহ্ন গুলি উঠিয়ে দিয়ে ছিলেন সেগুলো দিয়ে দিন। এরপর Computer Restart দিন।
আপনার কাজ শেষ আর Eset এর কাজ শুরু। কারন এখন এটি Life time Full version. key Block এর কোন জামেলা নেই। ইচ্ছা মত use করুন।
কি Life time Full version করা একটু জামেলা মনে হচ্ছে নাকি? একটু Try করুন পারবেন। একদমই সহজ।  Life time Full version ব্যবহার করবেন আর একটু কষ্ট করবেননা তা কি হয়।

                           Download:- Eset Internet security 5 full version

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

Technology Blog