Thursday, May 17, 2012

Software টি ব্যবহার না করলে জানতেই পারবেননা যে desktop কে এত সুন্দর করে সাজানো যায়।


আশাকরি সকলে ভালো আছেন আর নিজের Computer টিকেও সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো আপনি আপনার Computer টিকে কিভাবে আরও সুন্দর করে সাজাবেন। সবকিছু হাতের নাগালে রেখে দ্রুত এবং দক্ষতার সাথে Computer টিকে ব্যবহার করবেন।



আমরা যারা Desktop কে Interactive করে তুলেছি বিভিন্ন ধরনের Software দিয়ে। তাদের উদ্দেশ্যে বলি
অন্তত এক বারের জন্য হলেও এই Software টি ব্যবহার করুন। তাহলে দেখবেন যে আর অন্য কোন Desktop Design করার Software গুলোর কথা মনেও পরবেনা।

আর যারা এখন এই ধরনের Software গুলোর ব্যবহার করেননি তাদের জন্য তো এটি ব্যবহার করা অপরিহার্য বলে মনেকরি।
এই Software টির সবচেয়ে বড় সুবিধা হল এটি Operate করা খুবই সহজ। এবং আপনি ইচ্ছা করলেই এইটিকে show এবং hide উভয় ভাবেই রাখতে পারবেন। চলুন দেরি না করে এখনই Software টা Download kকরে নেই। আর অবশ্যই মনে রাখবেন এটি একটি Full version Software এবং only 3MB.




                                    DOWNLOAD  Direct Mediafire Link

8 comments:

  1. সফটওয়্যার টা আগে ও ব্যবহার করেছি.........।
    আপনার পোস্ট টা পরে এইটার কথা আবার মনে পরে গেল ।
    ধন্যবাদ আপনাকে । সফটওয়্যার টা শেয়ার করার জন্য ।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ আপনাকে পোস্ট টা পড়ার জন্য। এমন সুন্দর পোস্ট দেওয়ার চেষ্টা করব সবসময়। আমাদের সাথে থাকবেন।

      Delete
  2. ভাই জিনিস টা অনেক সুন্দর কিন্তু স্কিনসট ডিলে ভাল হত।আর আমার ত আপনার মত হয় না কি করব?

    ReplyDelete
  3. ektu ghata ghati koren, aro sundor kore sajate parben. thanks for comment...

    ReplyDelete
  4. khubi shundor hoyechhe,thank u so much

    ReplyDelete
  5. মিডিয়া ফায়ারের লিংকে কিছুই নেই। দয়া করে অন্য কোন ফাইল শেয়ারিং এর সাইটে সফটওয়্যারটি আপলোড করুন। আর যদি কিছু মনে না করেন তবে আমাকে কি মেইলে পাঠানো যাবে ?

    ReplyDelete
  6. Vua post Link violated hoe gache

    ReplyDelete

Technology Blog